আজ আমি আপনার কাছ থেকে কী শিখতে পারি?

এটির আসল উত্তর ছিল: আজ আমি আপনার কাছ থেকে কি শিখতে পারি?

গুরুত্বপূর্ণ_তথ্যঃ

১। চিত্র (১) যদি বিভাজিত, মাঝে মাঝে কাটা কাটা সাদা দাগ থাকে তাহলে বুঝবেন আপনি ওভারটেক করতে পারবেন।

২। চিত্র (২) যদি দাগ এক টানা হয়ে থাকে তাহলে বুঝবেন ওভার টেক করা ঝুঁকিপূর্ণ।

৩। চিত্র (৩) যদি দাগ ডাবল ভাবে দেওয়া থাকে তাহলে ভুলেও ওভারটেক করার চেষ্টা করবেন না। এটা বিপদজনক হতে পারে।

ধন্যবাদ।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post