আমি এখনো ঠিকমতো পড়ায় মন বসাতে পারছি না ?

 আমার সামনের মাসের ১৪ তারিখে পরীক্ষা, কিন্তু আমি এখনো ঠিকমতো পড়ায় মন বসাতে পারছি না। এমতাবস্থায় করণীয় কী বা কী রুটিন মেনে চললে ফলাফল ভালো করতে পারবো?

সামনে মাসের 1 তারিখে আমার ফাইনাল এক্সাম, অথচ আমি বই কিনলাম গত দিনে। আপনি এখন আমাকে কি বলবেন ফেল করব অবশ্যই না। ভালো ফলাফল করার জন্য আপনাকে রাতদিন জেগে পড়তে হবে এমন কিছুই না,

বরং আপনি কতক্ষণ আপনার পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পেরেছেন এটাই বিষয়। 8 ঘন্টা পড়ার থেকে মনোযোগ দিয়ে এক ঘন্টা পড়া উত্তম আপনার এটা বেশি কাজে আসবে। মনকে এই একঘন্টা ধরে রাখার জন্য মনকে বোকা বানাতে হবে,

মনকে বোকা বানানোর কিছু উপায় আছে তার মধ্যে একটি, আপনি একঘন্টা পড়বেন তারপরে অন্য কাজ করবেন, এটা প্রতিজ্ঞা করে নেন, এই 1 ঘন্টার মধ্যে খাওয়া-দাওয়া পানি পান করা চেয়ার থেকে ওঠা অন্য দিকে তাকানো, পড়াশোনা টপিক চেঞ্জ করা, মোবাইল ফোনের দিকে তাকানো , অন্য কারো দিকে তাকানো কিংবা গল্প করা, এগুলোর কোনোটি আপনি করবেন না এই 1 ঘন্টার মধ্যে। ভেবে নিন যদি আপনি অন্য দিকে তাকান তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে।

প্রথমত এই চ্যালেঞ্জ গ্রহণ করা আপনার জন্য কঠিন হয়ে পড়বে, তবে অসম্ভব কিছুই না। একবার যদি এটা আয়ত্ত করতে পারেন আপনি সেরা। মনে রাখবেন কঠিন পরিশ্রম আপনাকে সফলতা এনে দেবে না, বরংচ স্মার্ট কাজগুলো আপনাকে সফলতা এনে দেবে মানুষ এই জায়গাতেই ভুল করে, কঠিন পরিশ্রম যদি সত্যিই সফলতা এনে দিত তাহলে বনের গাধারাই বনের রাজা হত।

আশা করি উত্তরটা পেয়েছেন

ধন্যবাদ আপনাকে।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post