কিভাবে ১ মাসে ৮০ কেজি থেকে ৬৫ কেজি হওয়া যাবে?

দুমাস শুধু রাতের বেলা ভাত বর্জন করেই ১০ কেজি ওজন কমিয়েছিলাম। অবশ্য কথাটা সহজে বিশ্বাস করতে চায় না কেউ।

আপনি যেটা করতে পারেন,

  • তৈলাক্ত খাবার, ভাজাপোড়া ও ফাস্টফুড বর্জন করুন।
  • ভাত খাওয়া কমিয়ে দিন। পারলে বর্জন করুন।
  • চিনি ও লবণ পরিহার করুন। লবন যৎসামান্য খাওয়া যেতে পারে।
  • একদম ভোরে উঠুন।
  • জগিং ও হালকা এক্সারসাইজ শুরু করে দিন। তবে জিমে ভর্তি হওয়ার আসলেই প্রয়োজন নেই। যতটুকু সম্ভব ক্যালোরি বার্ন করতে থাকুন।
  • সকালে খালি পেটে গরম পানিতে লেবু চিপড়ে খান।
  • রাতের বেলা ভারী খাবার খাওয়া যাবে না। একদম হালকা কিছু খেয়ে শুয়ে পড়ুন। আমি একগ্লাস দুধ খাই। অবশ্য দুধেও ফ্যাট রয়েছে।
  • ময়দা, পাস্তুরিত দুধ না খাওয়া উচিত। সরাসরি খামার থেকে দুধ সংগ্রহ করুন।

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم