এই লোকটাকে দেখুন-
রোজ পৃথিবী জয় করেন।
রোজ নজরুলের থেকেও তরুণদের বেশি উদ্দমী করে তুলছেন।
কিন্তু দিনশেষে সবাই যা তাই।তার ভাব দেখলে আপনার মনে হবে সে বাংলাদেশের উদ্যমের খনি।
সহজ বাংলাতে আমার যা মনে হয় তা হলো -
তিনি একজন যোগ্য পাকাপোক্ত কথা ব্যবসায়ী হিপোক্রেট। রোজ নিজের জনপ্রিয়তা নিজেই টুকে বেড়ান সস্তা মোটিভেশনের গল্প বলে।যে মোটিভেশনের অধিকাংশই TEDX থেকে চুরি করা।
আপনি কি তার মতো জনপ্রিয় হতে চান!!!!
এটা সেভেন আপের গ্লাস। বুদবুদ আপনি নিচে রাখতে পারবেন না। এমনি উপরে উঠে আসবে।
প্রতিভা ঠিক এমনি। আপনি চাইলেও আটকে রাখতে পারবেন না। তা প্রকাশ পাবেই।
ঘটা করে সুখনের মত সস্তা জনপ্রিয় না হয়ে, অজনপ্রিয় হয়েও মানুষের জন্যে কিছু করতে পারলে আপনার মনের কাছে অন্তত আপনি জনপ্রিয় হয়ে থাকবেন।
إرسال تعليق